ব্লগ আর্কাইভস

অদৃশ্য বন্ধুত্ব_(friends 4ever) by al-momin shopno

সকালবেলা ঘুম থেকে উঠেই কিসের যেন অভাব অনুভব করলাম । কিছুতেই মনে করতে না পেরে ফ্রেশ হতে চলে গেলাম । আজকে শনিবার হওয়ায় অফিস বন্ধ । গতকাল ও বন্ধ ছিল , তাই সব বন্ধু মিলে একটা পার্টি দিছিলাম । দুপুরে নামাজ পরে খাবার খেয়ে বিছানায় শুতেই ঘুম চলে আসলো। হঠাত রাকিবের ফোনে ঘুম ভাঙল।

ঃ কিরে, আর কত ঘুমাবি!
ঃ না দোস্ত, এই তো
ঃ তুই ভুলে গেছিস!
ঃ না রে। একটু ঘুমায় গেছিলাম । wait কর, আসতেছি ।
ঃ হুম, আয় জলদি । অনেক দেরি হয়ে গেছে ।

রাকিব আমার ভালো বন্ধুগুলোর একজন। রাকিব একটা multinational কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আছে । ভালোই কামায় রাকিব। স্ত্রী সংসার নিয়ে ভালোই আছে। রাকিবের কাহিনীটা অনেক বড় । তাই সংক্ষেপে বলা যাক । জীবনের প্রথম ভালবাসাটা ওর বেশিদিন টিকেনি । কিন্তু আর কতদিন একা একা…… “মেঘ না চাইতেই বৃষ্টি”-র মত রাকিবের জীবনে আসলো ফারাহ । প্রথম প্রথম এড়িয়ে চললেও এক সময় Read the rest of this entry